Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

নং-

সেবার নাম ও অভ্যন্তরীন খাদ্য শস্য সংগ্রহ

সেবা গ্রহীতা

সেবা প্রদানকারী কর্মকর্তা

সেবা প্রদানের সময়কাল

সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় ফি

কোথায় পাওয়া যায়

 

০১

উৎপাদককে মূল্য সহায়তা প্রদান, বাজারদর স্থিতিশীল রাখা, নিরাপত্তা মজুদ গোড়ে তোলা ও সরকারের অনুমোদিত চ্যালেনে সরবারহ অব্যহত রাখার জন্য স্থানীয় ভাবে উৎপাদিত আমন-বোরো ধান/চাল ও গম সরকার নিদের্শিতভাবে সংগ্রহের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালন ও বাস্তবায়ন।

উৎপাদকের নিকঠ থেকে ধান ও গম ক্রয় এবং লাইসেন্সধারী চুক্তি বদ্ধ চালকল মালিকের নিকঠ থেকে চাল ক্রয়।

ও/সি, এল, এস, ডি ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।

মৌসুম ভিত্তিক সরকার ঘোষিত মেয়াদ।

নাই

সরকারী খাদ্য গুদাম।

 

০২

খাদ্য সমগ্রী বিলি বন্টনঃ

 

ক) জেলা প্রশাসক মহোদয়ের চাহিদার প্রেক্ষিতে ভিজিডি, ভিজিএফ, টিআর, কাবিখা, জিআর, ওপি, ইত্যাদি খাতে স্থানীয় খাদ্য গুদাম হতে চাল/গম উত্তোলনের জন্য ডিও, প্রদান।

চাহিদাকৃত পন্যের অর্পনাদের্শধারী ব্যক্তি/প্রকল্প চেয়ারম্যান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক

অফিস চলাকালীন সময়

নাই

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক

খ)বাজার দর নিয়ন্ত্রণের জন্য সরকারী সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় প্রশাসনের সহায়তায় ও,এম,এস কর্মসূচীর অধীন ডিলার নিয়োগ সহ খোলা বাজারে খাদ্য শস্য বিক্রির যাবতীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন।

সাশ্রয়ী মূল্যে খাদ্য শস্য ক্রয়েচ্ছু ভোক্তা সাধারন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক

সরকার ধার্যকৃত সময়কাল ।

নাই

নির্ধারিত বিক্রয় কেন্দ্র সমূহ।

গ) খাদ্য শস্যের বাজার দর পর্যবেক্ষণ ও কর্তৃপক্ষকে অবহিত করণ ।

 

 

 

নাই

 

ঘ) খাদ্য শস্য সংগ্রহ কালে উক্ত যায়গায় সংকোলনের জন্য উৎবৃদ্ত খাদ্য শস্য অন্য কেন্দ্রে স্থানান্তর এবং বিভিন্ন খাতে বিতরনের জন্য চাহিদার নিরিখে খাদ্য শস্য প্রেরণের জন্য কর্তৃপক্ষের নিকট প্রস্তাব প্রেরণ।